ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজারেঙ্কা-কারবার সেমিতে

প্রকাশিত: ০৬:১৩, ৮ জানুয়ারি ২০১৬

আজারেঙ্কা-কারবার সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেনে দুর্দান্ত গতিতেই ছুটছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, এ্যাঞ্জেলিক কারবার এবং কার্লা সুয়ারেজ নাভারো। দারুণ জয়েই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তারা। শেষ আটের লড়াইয়ে বৃহস্পতিবার বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-১ এবং ৬-২ গেমে হারিয়েছেন ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চিকে। জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার জিতেছেন রুশ সুন্দরী এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে। এছাড়া অন্য ম্যাচে কার্লা সুয়ারেজ নাভারো ৪-৬, ৬-৪ এবং ৭-৫ গেমে হারিয়েছেন আমেরিকার ভারভারা লেপচেঙ্কোভাকে। গত দুটি মৌসুমে নিষ্প্রভ ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। পা এবং পায়ের পাতার চোটের কারণে কোর্টের বাইরে ছিটকে পড়তে হয় তাকে। তবে চোটমুক্ত আজারেঙ্কা এবার স্বরূপে ফিরতে মরিয়া। তার প্রমাণও দিচ্ছেন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেনে। শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়া এই তারকা বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। গত মৌসুমে আজারেঙ্কা নিষ্প্রভ থাকলেও ভিঞ্চি ঠিকই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেনের সেমিফাইনালে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। আর এই হারই শীর্ষতারকা সেরেনাকে ছিটকে দেয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ক্যালেন্ডারসøাম’ জয়ের মাইলফলক থেকে। আর সেই ভিঞ্চিকে হারিয়েই ব্রিসবেনের সেমিতে উঠেন আজারেঙ্কা। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত আজারেঙ্কা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচের পুরোটা সময়ই আমার হাতকে নিয়ন্ত্রণ রাখতে হয়েছে। কারণ সে অনেকবারই কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিল।’ শেষ চারের লড়াইয়ে আজারেঙ্কার প্রতিপক্ষ এখন আমেরিকার সামান্থা ক্রাউফোর্ড। টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৪২ নাম্বারে অবস্থান করছেন ক্রাউফোর্ড। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচকে হারিয়ে রীতিমতো চমকই উপহার দেন তিনি। তাই তাকে সমীহ করছেন আজারেঙ্কাও। তিনি বলেন, ‘কেউই খারাপ খেলে সেমির টিকিট নিশ্চিত করতে পারেনি।’ ব্রিসবেনের অন্য সেমিফাইনালে এ্যাঞ্জেলিক কারবার মুখোমুখি হবেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর। টুর্নামেন্টের অষ্টম বাছাই নাভারো আমেরিকার ভারভারা লেপচেঙ্কোভাবে হারিয়ে সেমিফাইনালে উঠেন। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আজও ধরে রাখতে চান তিনি। এ বছরের মাঝামাঝি সময়ে রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের আসর। তার আগে ভারতের টেনিসতারকা সানিয়া মির্জা কিংবা লিয়েন্ডার পেজদের ওপর কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির বোর্ড। প্রথমে অবশ্য সানিয়া মির্জা। তারপর লিয়েন্ডার পেজ। রিও অলিম্পিকে কে কার সঙ্গে খেলতে ইচ্ছুক তা নিয়ে ইতোমধ্যেই তারকারা নিজেদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। এরপরই টনক নড়েছে ভারতীয় টেনিস এ্যাসোসিয়েশনের। বুধবার সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন সংবাদমাধ্যমে দল নিয়ে কোন বিবৃতি না দেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে লিয়েন্ডার পেজের সঙ্গে খেলতে না চেয়ে মহেশ ভূপতি এবং রোহন বোপন্নারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যার ফলে ভারতীয় টেনিসের অন্তর্দ্বন্দ্ব-কলহ জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ে। তাই রিওতে যেন তেমন ঘটনা না ঘটে তার জন্যই আগে থেকে সতর্ক এআইটিএ। দুর্দান্ত ফর্মে থাকা সানিয়া মির্জা কয়েক দিন আগে জানিয়েছিলেন, ১৪ বছর বয়স থেকেই তিনি বোপন্নার সঙ্গে জুটি বেঁধে খেলছেন। দুজনের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। বন্ধুর সঙ্গে কোর্টে নামতে পারলে ভালই লাগবে।
×