ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হতাশায় শুরু আনা ইভানোভিচের

প্রকাশিত: ০৪:১৫, ৮ জানুয়ারি ২০১৬

হতাশায় শুরু আনা ইভানোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে নিষ্প্রভ ছিলেন আনা ইভানোভিচ। তবে কোর্টের পারফর্মেন্সে খুঁজে না পাওয়া সার্বিয়ান তারকা ঠিকই আলোচনায় ছিলেন বাস্তিয়ান শোয়েইনস্টেইগারের প্রেমিক হিসেবে। জার্মানির বাস্তিয়ান শোয়েইনস্টেইগার নাকি সার্বিয়ার আনা ইভানোভিচÑ তারকাখ্যাতিতে কে এগিয়ে? দুটি ভিন্ন খেলার দুই তারকার মধ্যে এমন তুলনা একদমই চলে না। তবু প্রশ্নটা সামনে নিয়ে এসেছেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় নাওমি ব্রডি। আরও ভালভাবে বললে ১২২তম র‌্যাঙ্কধারী ব্রডির বন্ধুরা। অকল্যান্ড ক্ল্যাসিকের প্রথম রাউন্ডে ২৫ বছর বয়সী ব্রডি হারিয়ে দেন টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৬তম স্থানে থাকা ইভানোভিচকে। আর এ জয়ের খবরটা ব্রডি গর্বভরে জানিয়েছিলেন বন্ধু-বান্ধবীদের। কিন্তু ম্যানচেস্টারের অদূরে স্টকপোর্টে বেড়ে ওঠা ব্রডির বন্ধুরা আনা ইভানোভিচকে টেনিসের সাবেক এক নাম্বার তারকা হিসেবে নয়, চেনেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার শোয়েইনস্টোইগারের বান্ধবী হিসেবে। তাই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা কোন তারকার বিপক্ষে প্রথম জয়টা কতবড় তার কাছে সেটি ব্রডি বন্ধুদের বোঝাতেই পারেননি। এর পেছনে ইভানোভিচ কারণটাও জানিয়ে ছিলেন যে, তারা আসলে টেনিসটা ভাল বুঝে না। তবে অকল্যান্ড ক্ল্যাসিকের কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে নাওমি ব্রডির জয়রথ। বৃহস্পতিার টুর্নামেন্টের শেষ আটে পঞ্চম বাছাই সেøায়ানে স্টিফেন্সের কাছে ৭-৬ (৮/৬) এবং ৬-৩ গেমে হেরে ছিটকে পড়েন তিনি। তবে দারুণ জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি, জুলিয়া জর্জেস এবং তামিরা পাজেক। ড্যানিশ টেনিসতারকা ক্যারোলিন ওজনিয়াকি এ আসরে ফেবারিট হিসেবে খেলতে নামেন। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে তিনি ৬-১ এবং ৬-০ গেমে সহজেই পরাজিত করেন রোমানিয়ার অখ্যাত আলেক্সসান্দ্রা ডুলগহিরোকে। সেমিফাইনালে জায়গা করে দারুণ রোমাঞ্চিত তিনি। গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ থাকা ড্যানিশ সুন্দরী নতুন মৌসুমে নতুন করে শুরু করতে চান। সেক্ষেত্রে অকল্যান্ডে শিরোপা জেতাটাই এখন তার মূল লক্ষ্য। অকল্যান্ড ক্ল্যাসিকের শেষ চারে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার তামিরা পাজেক। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭২তম স্থানে থাকা এই অখ্যাত খেলোয়াড় হারিয়েছেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। কোয়ার্টার ফাইনালের তিন ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে তিনি ৬-৪, ৬-৭ (৩/৭) এবং ৬-৩ গেমে হারান ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। তার মৌসুমের প্রথম টুর্নামেন্টেই রোমাঞ্চকর জয়ে দারুণ তৃপ্ত এই অস্ট্রেলিয়ান। তবে কোর্টে মানসিকভাবে চাঙ্গা থাকাটাই তাকে এগিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তামিরা পাজেক বলেন, ‘এ জয়ে আমি খুবই আনন্দিত। তবে কোর্টে তার বিপক্ষে খেলার সময় মানসিকভাবে আমি খুবই শক্ত ছিলাম। সবসময়ই আমার নিজের সেরাটা দেয়ার ক্ষেত্রে মনোযোগ ছিল আমার।’ দিনের অন্য ম্যাচে জার্মানির জুলিয়া জর্জেসও কষ্টার্জিত জয় তুলে নেন। এদিন তিনি ৬-৭ (৩/৭), ৬-২ এবং ৬-৪ গেমে হারান জাপানের নাও হিবিনোকে।
×