ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কন্যাসন্তানের নাম রাখলেন আলাইনা হাসান অব্রি

ফিরেই অনুশীলনে সাকিব

প্রকাশিত: ০৪:১৪, ৮ জানুয়ারি ২০১৬

ফিরেই অনুশীলনে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজের জন্য রবিবার থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু বুধবার পর্যন্ত অনুশীলনে ছিলেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএল শেষে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যাসন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যান। বুধবার রাতে দেশে ফিরেন। বৃহস্পতিবার প্রথমদিনের মতো অনুশীলন করেন সাকিব। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে এসে ৮ নবেম্বর হওয়া কন্যাসন্তানের নামও বলে দেন। মেয়ের নাম রাখেনÑ আলাইনা হাসান অব্রি। রবিবার যখন অনুশীলন শুরু হয়, তখন প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। ২৭ জনের মধ্যে অনুশীলনে থাকেন ২৫ জন। শুধু সাকিব ও নাকের অপারেশন করানোর জন্য ইমরুল কায়েস অনুশীলনে থাকেননি। অবশেষে দেশে ফিরেই অনুশীলনে যোগ দেন সাকিব। তবে সাকিবের এ অনুশীলনে যোগদানকে আসলে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার সঙ্গে মিলছে না। কারণ বৃহস্পতিবার অনুশীলনে বিরতি থাকে। ঐচ্ছিক অনুশীলন করেন মুশফিকুর রহীম, নুরুল হাসান সোহান, সৌম্য সরকাররা। তাদের সঙ্গে থাকেন সাকিবও। তাই সাকিবের অনুশীলন করাকেও ঐচ্ছিকই ধরা হচ্ছে। পুরো দল যে খুলনায় শনিবার অনুশীলন করবে, সেখানে সাকিব উপস্থিত হলেই অনুশীলনে যোগ দেয়া হবে। এবার খুলনায় দলের সঙ্গে থাকবে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহেও। এর আগে গত বছর নবেম্বরে যখন জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলে, বছরের শেষ এ সিরিজটির আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সাকিব। সিরিজের মাঝপথেই আবার চলে যান। একটি ওয়ানডে খেলেই নবজাতক কন্যাসন্তানের মুখ দেখতে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তাই দুই ম্যাচের টি২০ সিরিজ খেলা হয়নি তার। আবার যখন জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজ হবে, তখনও সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তবে খুলনায় অনুষ্ঠেয় ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচে খেলবে সাকিব। এবার আর বিশেষ কোন ঘটনা না ঘটলে মাঝপথে চলে যাবেন না। গত নবেম্বরে জিম্বাবুইয়ের বিপক্ষে পুরো সিরিজ শেষ না করে যুক্তরাষ্ট্রে গিয়ে আবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) খেলতে দেশে আসেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব। দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ ডিসেম্বর বরিশাল বুলসের কাছে হেরে বিদায় নেয় রংপুর। জিম্বাবুইয়ের সঙ্গে সিরিজ তখনও চূড়ান্ত হয়নি। সিরিজে টেস্ট ও টি২০ হবে, নাকি শুধু টি২০ হবে; সেটি চূড়ান্ত হয় মঙ্গলবার। মাঝে লম্বা বিরতি পেয়ে যান সাকিব। তবে ১৫ ডিসেম্বর বিপিএল শেষ হলেও ১২ দিন দেশেই কাটান। গত ২৮ ডিসেম্বর মাকে নিয়ে আমেরিকা চলে যান সাকিব। স্ত্রী আর কন্যার সঙ্গে সময় কাটান এ কয়টা দিন। আট দিন যুক্তরাষ্ট্রেই কাটান। স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়ান। বিরতি উপভোগ করেন। খুলনার মাঠেই সিরিজের আসল প্রস্তুতি সারবে মাশরাফিবাহিনী। তাই সিরিজ শুরুর এক সপ্তাহ আগে খুলনার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গে মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও সাকলাইন সজিবও থাকবেন। তবে দুই টি২০ দলে এই তিনজন নেই। কিন্তু শেষ দুই টি২০ দলের জন্য আছেন বিবেচনায়। যেহেতু জিম্বাবুইয়ে সিরিজটি ঝালাই করে নেয়ার সিরিজ। তাই সবাইকেই এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের আগে ঝালিয়ে নেয়া হবে। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে নামতে খুলনায় রওনা হওয়ার আগেই সাকিব তার কন্যাসন্তানের নাম ৫৯ দিন পর জানালেন। মেয়ের ডাক নাম রাখা হয়েছে ‘অব্রি’। আর পুরো নাম- আলাইনা হাসান অব্রি। বলেছেন, ‘কন্যা ও স্ত্রী দুইজনই ভাল আছেন; সুস্থ আছেন। মেয়ের নাম রাখা হয়েছে আলাইনা হাসান অব্রি।’ তবে স্ত্রী ও কন্যা কবে দেশে ফিরছেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি। যতদূর জানা গেছে, এ মাসের শেষের দিকে ফিরবেন তারা। ফিরলেই মেয়ের ছবিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
×