ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে সাবলীল জয় চেলসির

প্রকাশিত: ০৫:৩৮, ৫ জানুয়ারি ২০১৬

ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে সাবলীল জয় চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান ফুটবলারদের উদ্ভাসিত নৈপুণ্যে ভর করে নতুন বছরে দুরন্ত শুরু করেছে চেলসি। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের এ্যাওয়ে ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে। ব্লুজদের হয়ে গোলগুলো করেন দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ও উইলিয়ান। অপর গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াগো কোস্তা। দ্বিতীয় মেয়াদের চেলসির কোচ হিসেবে যাত্রা শুরুর পর এটি গাস হিডিংকের প্রথম জয়। অন্তর্বর্তীকালীন হিসেবে এই ডাচ কোচের অধীনে প্রথম দুই ম্যাচ ড্র করে ২০১৫ সালে নিদারুণ বাজে সময় কাটানো চেলসি। অব্যাহত বাজে পারফর্মেন্সের কারণে লীগের মাঝপথে তারকা কোচ জোশে মরিনহোকে ছাঁটাই করে ব্লুজরা। দারুণ এই জয়ে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে চেলসি। সপ্তম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা লিচেস্টার সিটির পয়েন্ট ৪০। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এর আগে প্রথম লেগের লড়াইয়ে গত আগস্টে ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল চেলসি। এবার সেই হারের বদলা ভালভাবেই নিয়েছে ঘুরে দঁাঁড়ানোর ইঙ্গিত দেয়া চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অতিথি চেলসি। তবে ২৫ মিনিটে এগিয়ে যাওয়ার ভাল সুযোগ পায় ক্রিস্টাল প্যালেস। কিন্তু ইংলিশ ফরোয়ার্ড ফ্রাজিয়ের ক্যাম্পবেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পরই এগিয়ে যায় চেলসি। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে মাঝ মাঠ থেকে চেস ফেব্রিগাসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দিয়াগো কোস্তা পাস দেন বামপ্রান্তে। অস্কার সহজেই লক্ষ্যভেদ করেন তা থেকে। এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিয়ে নেয় চেলসি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন সেজার আসপিলিকুয়েটা। কিন্তু তার শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। বিরতির পর ৬০ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ান। প্রথম গোলদাতা অস্কারের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে আচমকা বিদ্যুতগতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। এই গোলেই চেলসির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ৬৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন কোস্তা। এই গোলের মূল কৃতিত্ব উইলিয়ানের। দ্রুত ডি বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে অনেকটা বিনা বাধায় বল জালে জড়ান কোস্তা। বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা চেলসি আরও কয়েকটি সুযোগ পায়। তবে আর কোন গোল পায়নি তারা। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন কোচ গাস হিডিংক। তিনি বলেন, আমরা কঠোর পরিশ্রম করছি। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। এই জয় তারই প্রতিফলন। সার্জিও এ্যাগুয়েরো দ্রুতই ছন্দ ফিরে পাবে বলে বিশ্বাস করেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেলেগ্রিনি।শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে সিটির ২-১ ব্যবধানের জয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনাই তারকা। গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানো এ্যাগুয়েরো গত ২১ নবেম্বরের পর সিটির হয়ে প্রথম গোল পেলেন। ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচের পর পেলেগ্রিনি বলেন, নিজের স্বাভাবিক পর্যায়ের পারফর্মেন্স ফিরে পেতে দুই থেকে তিন ম্যাচ লাগবে এ্যাগুয়েরোর। গোলটি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর আগে বেশ কিছু ভাল মুহূর্ত গেছে তার। আমি নিশ্চিত, আমরা তার কাছ থেকে যে রকমের পারফর্মেন্স পেতে অভ্যস্ত, সেটা মৌসুমের দ্বিতীয়ার্ধে দেখতে পাব।
×