ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং

প্রকাশিত: ০৫:৪৬, ৪ জানুয়ারি ২০১৬

লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং

ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এছাড়া প্রবাসী এবং অন্যান্য সকল বিনিয়োগকারী যাদের ব্যাংকের তথ্য অসম্পূর্ণ রয়েছে তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশের চেক পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ হিসাব বছরে ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×