ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিশ্র প্রবণতায় পুুঁজিবাজারে বছর শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৬

মিশ্র প্রবণতায় পুুঁজিবাজারে  বছর শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছরের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও নতুন বছরের প্রথম কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। ব্লু চিপস ও শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর দর বাড়ায় দুটি সূচক বাড়লেও প্রধান সূচক আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। একই সঙ্গে প্রথম দিনে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সার্বিক লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৩৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৪৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের লেনদেনের প্রথম দিনে আশার সঞ্চার করে লেনদেন শুরু হয়েছিল। ২০১৫ সালের ধারাবাহিকতায় দিনের মধ্যভাগে এসেই বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়, যা থেকে আর বাজার বের হতে পারেনি। ফলে আগের শেষ পর্যন্তু পুঁজিবাজারের সার্বিক সূচকটি কিছুটা কমে যায়। গত বছরে ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানিগুলো কিছুটা ভাল করলেও সদ্য শেষ হওয়া বছরে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফা বিনিয়োগকারীদের কিছুটা হতাশ করেছে। দিনটিতে বিবিধ ২ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতের দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে। সার্বিক লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৫ শতাংশ কমেছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, সামিট পাওয়ার, সামিট এ্যালায়েন্স পোর্ট, কাশেম ড্রাইসেলস, সিঙ্গার বাংলাদেশ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মিরাকল ইন্ড্রাস্টিজ, মালেক স্পিনিং, ন্যাশনাল হাউজিং, বেক্সিমকো, স্টাইল ক্রাফট, প্যারামাউন্ট, আনোয়ার গ্যালভানাইজিং, ফারইস্ট নিটিং, আলহাজ টেক্সটাইল ও ৫ম আইসিবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্রগ্রেসিভ লাইফ, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল টি, শাহজালাল ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স ও ফাস্ট ব্যাংক। এদিকে ঢাকার বাজারে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকই বেড়েছে। দিনটিতে সেখানে মোট ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, সামিট পোর্ট এলায়েন্স, এমারেল্ড ওয়েল, বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল ও সামিট পাওয়ার।
×