ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিক মজুরি বাড়ল

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিক মজুরি বাড়ল

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। পহেলা জানুয়ারি থেকে শ্রমিকদের জন্য ঘন্টাপ্রতি ন্যূনতম ৭ দশমিক ২৫ ডলার মজুরি নির্ধারণ করেছে মালিকদের ফেডারেল প্রশাসন। নতুন বছরের প্রথম দিন থেকে বর্ধিত বেতনের আওতায় এসেছে আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, হাওয়াই, ম্যাসেচুসেটস, মিশিগান, নেব্রাস্কা, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, সাউথ ডাকোটা, ভারমন্ট এবং ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শ্রমিকেরা। এর মধ্যে সিয়াটল, লস এঞ্জেলেস এবং সানফ্রান্সিসকোয় শ্রমিকরা এখন থেকে প্রতি ঘণ্টায় ১৩ ডলার করে পাবেন। এছাড়া ক্যালিফোর্নিয়া ও ম্যাসেচুসেটসের শ্রমিকদের মজুরি সবচেয়ে বেশি হারে বেড়েছে। এই দুই রাজ্যের শ্রমিকদের প্রতি ঘণ্টার জন্য ন্যূনতম ১০ ডলার করে মজুরি দিতে হবে। অন্য অঙ্গরাজ্যগুলোতেও ৭ দশমিক ২৫ ডলারের কথা বলা হলেও মূলত প্রতিটি রাজ্যে ঘণ্টাপ্রতি ৪ ডলারের বেশি করে পাবেন শ্রমিকেরা। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×