ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক টেনিস মৌসুম শুরু আজ ব্রিসবেনের লড়াই দিয়ে, নতুন শুরুর আশায় ফেদেরার

শারাপোভার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৪:৩২, ৩ জানুয়ারি ২০১৬

শারাপোভার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড়রা পারফর্ম করবেন এই আসরে। মহিলা এককে মারিয়া শারাপোভা, সিমোনা হ্যালেপ, এ্যাঞ্জেলিক কারবার, গারবিন মুগুরুজা কিংবা একাটেরিনা মাকারোভা- সবারই লক্ষ্য বছরের প্রথম টুর্নামেন্টে নিজের সেরাটা ঢেলে দেয়া। আর পুরুষ এককে কেই নিশিকোরি কিংবা মারিন চিলিচদের দূরে সরিয়ে সব আলো কেড়ে নিয়েছেন রজার ফেদেরার। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই সুইচ তারকা ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়েই নতুন উদ্যমে শুরু করতে মরিয়া। মহিলা এককে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। গত মৌসুমে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে না পারা এই রুশ সুন্দরী কেবল দুটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন। যার একটি হলো ব্রিসবেনের শিরোপা। ২০১৪ সালে সর্বশেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জেতা এই রাশিয়ান গ্ল্যামারগার্ল এবার আরও বেশি আত্মবিশ্বাসী। তবে ব্রিসবেনে শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাকে। শুক্রবারের ড্র অনুযায়ী প্রথম ম্যাচে মাশার প্রতিপক্ষ তারই স্বদেশী একাটেরিনা মাকারোভা। এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই শারাপোভা। তার বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নাম্বারে অবস্থান করছেন তিনি। অন্যদিকে একাটেরিনা মাকারোভার অবস্থান র‌্যাঙ্কিংয়ের ২৩ নাম্বারে। গত বছর মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন তারা। শারাপোভার কাছে সেই স্মৃতিটা এখনও বেশ তরতাজা। তাই ম্যাচের আগে স্বদেশী মাকারোভাই প্রথম রাউন্ডের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে শারাপোভা বলেন, ‘গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালটা ছিল দুর্দান্ত।’ এরপরই কথা বলেন বিসবেনের প্রথম রাউন্ডের ম্যাচ নিয়ে, ‘বছরের প্রথম ম্যাচ, স্বাভাবিকভাবেই ভালভাবেই শুরু করতে চাইবে সবাই। আর তার মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা তো একটু কঠিনই।’ ব্রিসবেনের শীর্ষ বাছাই হিসেবে নির্বাচিত হয়েছেন সিমোনা হ্যালেপ। গত মৌসুমে মেজর কোন শিরোপা জিততে না পারলেও পুরোটা সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ড্র অনুযায়ী রোমানিয়ার এই টেনিস তারকা দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে পারেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কার। স্পেনের উদীয়মান টেনিস তারকা গারবিন মুগুরুজার প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেন আমেরিকার ভারভারা লেপচেঙ্কো অথবা সেøাভাকিয়ার এ্যানা ক্যারোলিনা। এদিকে পুুরুষ এককে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। কিন্তু মেজর টুর্নামেন্টে একেবারেই নিষ্প্রভ তিনি। সর্বশেষ কোন গ্র্যান্ডসøাম জিতেছিলেন ২০১২ সালে। সে বছর উইম্বলডন জয়ের পর আর কোন ইভেন্টেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তার প্রভাব পড়েছিল টেনিস র‌্যাঙ্কিংয়েও। গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটে তার। তবে ৩৪ বছর বয়সী এই সুইস তারকা ক্রমেই নিজেকে লাইম লাইটে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করছেন। তবে গত মৌসুমে কোন মেজর টুর্নামেন্ট জিততে না পারলেও নিজের পারফর্মেন্সের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম জয়ী এই টেনিস কিংবদন্তি। সেইসঙ্গে গত মৌসুমে দুর্দান্ত খেলা নোভাক জোকোভিচেরও ভূয়সী প্রশংসা করেছেন ফেড এক্সপ্রেস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যেভাবে খেলছি তাতে এখন পর্যন্ত খুশি। তাছাড়া গত মৌসুমটা ছিল শুধ্ইু জোকোভিচের। পুরোটা সময়ই কোর্টে আধিপত্য বজায় রেখেছে। তবে আমার পারফর্মেন্স নিয়ে মোটেই হতাশ নই, কেননা ক্যারিয়ারে অসংখ্য টুর্নামেন্ট জিতেছি তাই আমি মনে করি এখনও সামনে শিরোপা জয়ের সময় রয়েছে আমার।’
×