ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যানারি ওয়ার্ফ ইউকে

জাকির খানকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ নভেম্বর ২০১৫

জাকির খানকে সম্মাননা প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম এফসির সভাপতি জোসেফ লিয়ন্স এবং ক্যানারি ওয়ার্ফ ইউকে গ্রুপ পিএলসি’র হেড অব পাবলিক এফেয়ার্স এবং ওয়েস্টহ্যামের এ্যাম্বাসেডর জাকির খান গত শনিবার লন্ডন থেকে সিলেটে এলে ক্যানারি ওয়ার্ফ একাডেমির চীফ কো-অর্ডিনেটর ফজলুর রহমান বাবুলসহ সিলেটের ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা ওসমানী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। জাকির খান ওইদিনই বিকেলে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ক্যানারি ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমির প্রশিক্ষণার্থী ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। এছাড়া তিনি রবি ও সোমবার বৃহত্তর সিলেটের ফুটবল সংগঠক এবং কোচদের সঙ্গে মত বিনিময় করেন। শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে বাংলাদেশ ইউকে স্পোর্টস ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাকির খানকে বাংলাদেশ ইউকে স্পোর্টস ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণে অবদান রাখার জন্য ‘লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ওয়ালটন ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট (সাতক্ষীরা)‘-এ মঙ্গলবার সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় দেবহাটা উপজেলা ৩-১ গোলে হারায় শ্যামনগর উপজেলা ফুটবল দলকে। ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের (সাতক্ষীরা) পঞ্চম আসরে আটটি দল অংশ নিচ্ছে। যার মধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা থেকে দল রয়েছে। এ টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানম-ি, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়সহ অনেক বিদেশী খেলোয়াড় বিভিন্ন দলের হয়ে খেলছেন।
×