ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রীড়া সংগঠকদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:০৩, ১৫ নভেম্বর ২০১৫

ক্রীড়া সংগঠকদের মিলনমেলা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) আয়োজিত ‘অগ্রজ ক্রীড়া সংগঠক সম্মাননা ২০১৫’ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৬৫ বছর উর্ধ ক্রীড়া সংগঠক, যারা এ দেশের ক্রীড়াঙ্গনে ন্যূনতম ২৫ বছর সাংগঠনিক জীবন পার করেছেন, এ রকম ৮৬ বর্ষীয়ান সংগঠককে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন: আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, জেড. আলম, হুসেইন মুহম্মদ এরশাদ, ওয়াজেদ গাজী, আলমগীর মোঃ আদেল, কাজী আনিসুর রহমান, আব্দুল খালেক চৌধুরী, এএইচএম মোস্তাফা, রণজিত দাস, বাদশা সিরাজী, কে. জেড. ইসলাম, সুলতান উল আজীজ, মাহমুদুর রহমান মোমিন, মাহবুবুজ্জামান, মাসুদ হাসান জামালী, অধ্যক্ষ হামিদা আলী, মুনীর হোসেন, সৈয়দ আলতাফ হোসেন, ফ্লাঃ লেঃ (অব) রুস্তম আলী, মোঃ সোলায়মান, রইসউদ্দিন আহমেদ, মুহাম্মদ কামরুজ্জামান, গোলাম কুদ্দুস চৌধুরী, কাজী শাহেদ আহমেদ, রেজা-ই-করিম, বশীর আহমেদ, আবু মুহম্মদ, মোজাফ্ফর হোসেন পল্টু, আবদুল তৌহিদ, আমির আহমেদ চৌধুরী (রতন), মনিরুল হক, সৈয়দ ইউসুফ হোসেন, প্রফেসর আব্দুর রহমান, মোস্তাফা কামাল, আনিসুর রহমান, জাকারিয়া পিন্টু, জাহাঙ্গীর ফয়েজ, সাহাবউদ্দিন আহমেদ, মবিনউদ্দীন আহমেদ, আব্দুল মুয়ীদ চৌধুরী, কাজী জাহেদা আলী, এটিএম শামসুল আলম আনু, নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ফ্লাঃ লেঃ (অব) এস.এ. সুলতান, কর্নেল (অব) ওবাইদুল্লাহ খান, প্রফেসর শায়েস্তা খান, মির্জা ফরিদ আহমেদ, তাবিউর রহমান, এহতেশাম সুলতান, শামসুল বারী, আব্দুস সাদেক, লেঃ কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, মোঃ শফিকউজ্জামান, কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী (আকসির), হারুনুর রশীদ, মনিরুল হক চৌধুরী, জালাল আহমেদ চৌধুরী, আবুল কাশেম খান, হোসনে আরা খান, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, আবদুর রহিম, সৈয়দ আব্দুস সালাম, সৈয়দ আশরাফুল হক, মাহ্তাবুর রহমান বুলবুল, মীর মুহাম্মদ মনোয়ার আলী, মোরশেদ আহ্মেদ চৌধুরী, সুফিয়া খাতুন, আফজালুর রহমান সিনহা, কাজী ইউশা মিশু, সালমান এফ. রহমান, এনায়েত হোসেন সিরাজ, মনজুর হোসেন মালু, কাজী মইনুজ্জামান পিলা, প্রতাপ শংকর হাজরা, আবদুর রাজ্জাক সোনা মিয়া, সাহেদ আজগর চৌধুরী, আসাফ উদ দৌলা, সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, এম. আজিজুল হক, আহম মোস্তফা কামাল, কাজী নাসিমা হামিদ, ফেরদৌস আরা খানম এবং জহির আহমেদ। গুণী ক্রীড়া সংগঠকদের উত্তরীয় পরিয়ে এবং ক্রেস্ট প্রদান করে সম্মান জানান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক সনৎ বাবলা, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আব্দুল তৌহিদ ও সদস্য সচিব আসাদুজ্জামান কোহিনুর, সমিতির সাবেক সভাপতি রকিবুল হাসান, সিনিয়র সদস্য ইকরামুজ্জামান, কবি সানাউল হক খান, মোহাম্মদ সেলিম, শহীদুল আজম, মোস্তফা মামুন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বশিরউদ্দিন আহমেদ মামুন, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাবেক কৃতী ফুটবলার এবং সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বরেণ্য সঙ্গীত শিল্পীদের পরিবেশনা আয়োজনকে নতুন মাত্রা দেয়। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, ফাহিম হোসেন চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ এবং মঞ্জু সাহা। এছাড়া দুই বরেণ্য ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা ও জোবেরা রহমান লিনুও গান গান। কবিতা আবৃত্তি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সমিতির সিনিয়র সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন।
×