ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসআইবিএলের দুই পরিচালককে সতর্ক করল কমিশন

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৫

এসআইবিএলের দুই পরিচালককে সতর্ক করল কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশাল ইসলামী ব্যাংক লিঃ (এসআইবিএল) এর দুই পরিচালক মোহাম্মদ আজম ও কামাল উদ্দিনকে শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে তাদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের ৪ মে এসআইবিএলের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়। আর আইনানুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির পরিচালকদের ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের ৫ দিনের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে না। আর কোন কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশকে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এর ফলে এসআইবিএলের দুই পরিচালক মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের ৫ দিনের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে দৃশ্যত এ সংক্রান্ত সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই পরিচালককে প্রথমে ডিএসই পক্ষ থেকে নোটিশ দেয়া হয়।
×