ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনের প্রবৃদ্ধিতে পুঁজিবাজারের ধাক্কা

প্রকাশিত: ০৫:৫০, ২১ অক্টোবর ২০১৫

চীনের প্রবৃদ্ধিতে পুঁজিবাজারের ধাক্কা

বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের মুখে সবচেয়ে শ্লথগতির প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ; যা গত ৬ বছরের মধ্যে সবচেয়ে কম। প্রথম দুই প্রান্তিকে এই হার ছিল ৭ শতাংশ। আর গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৩ শতাংশ। সোমবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন। প্রতিবেদনে জানানো হয়, চীনের পুঁজিবাজারে সম্প্রতি যে ধস নেমেছে এবং তার ফলে সৃষ্ট অনিশ্চয়তার ব্যাপক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। একই কারণে বিশ্ব পুঁজিবাজারেও এক ধরনের উদ্বেগ সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রবৃদ্ধির হার কমছে। এখন তা ৭ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে চলে যাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার অসত্য তথ্য দেয়ায় অ্যামাজনের মামলা পণ্য সম্পর্কে অসত্য তথ্য দেয়ার অভিযোগ এনে ১ হাজারের বেশি জনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। শুক্রবার ওয়াশিংটনের সিয়াটেলে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করে। সংবাদ মাধ্যমগুলো জানায়, ফিভার.কম নামক ওয়েবসাইটে মাত্র ৫ ডলার পারিশ্রমিকের বিনিময়ে বিপণনকারীদের পণ্য সম্পর্কে ভুয়া তথ্য দেয় ১ হাজার ১১৪ জন পণ্য পর্যালোচনাকারী। যেখানে অধিকাংশ পণ্যকেই সর্বোচ্চ মানের পণ্য বলে দাবি করা হয়। অ্যামাজন বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে অবৈধ কার্যক্রমে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়। সেই সঙ্গে নিজ গ্রাহকদের এ ব্যাপারে সতর্ক করতেও চেষ্টা করছে। এ ধরনের কার্যকলাপে প্রতিষ্ঠানে সুনাম নষ্ট হচ্ছে এবং গ্রাহকসহ ব্যবসায়ী, নির্মাতারা আস্থা হারাবে বলে মনে করছে অ্যামাজন। -অর্থনৈতিক রিপোর্টার
×