ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে পেপসি ফোন

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ অক্টোবর ২০১৫

বাজারে আসছে পেপসি ফোন

ঠা-া পানীয়ের পর এ বার স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে পেপসিকো। বিশ্বাস না হলেও এটাই সত্যি। সম্প্রতি একটি ওয়েবসাইটে এ খবর লিক হয়। সেখানে বলা হয়েছে, একটি সংস্থাকে ফোন তৈরির বরাত দিয়েছে পেপসি। ওই সাইটে ফোনটির ছবিও প্রকাশ করা হয়েছে। পেপসির লোগো লাগানো স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে পেপসি পি-১। বিষয়টির সত্যতাও স্বীকার করে নিয়েছে পেপসি। সংস্থার মুখপত্র জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই স্মার্টফোনটি চিনের বাজারে ছাড়া হবে। তবে এর দাম কত হবে বা ফোনের স্পেসিফিকেশন কেমন হবে তা নিয়ে মুখ খোলেননি তিনি। তবে এখনই যে মোবাইল তৈরির ব্যবসায় তারা নামবে না সে কথাও জানিয়েছেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার সুদের হার বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী, চীনের আপত্তি ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা চলতি বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধি করতে ইচ্ছুক। তবে ফেডের ভাইস চেয়ারম্যান স্ট্যানলি ফিশার বলেছেন, সুদের হার বৃদ্ধির বিষয়টি এখনও প্রত্যাশা মাত্র, নিশ্চিত কিছু নয়। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সম্ভাবনায় আগে থেকে সরব হয়ে উঠেছে চীন। চীনা অর্থমন্ত্রী লু জিউই বলেছেন, বিশ্ব অর্থনীতির অবস্থা বিবেচনায় এখনই যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধি উচিত হবে না। এক সাক্ষাতকারে স্ট্যানলি ফিশার বলেন, আগের যে কোন সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বিশ্ব অর্থনীতির প্রভাব বেশি পড়ছে। চীনসহ অন্যান্য উদীয়মান দেশের অর্থনৈতিক শ্লথগতি আমলে নিয়ে সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধি থেকে সরে আসে ফেড। প্রায় সবাই ধারণা করেছিল সেপ্টেম্বরে সুদের হার বাড়াতে যাচ্ছে ফেড। -অর্থনৈতিক রিপোর্টার
×