ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিশোধিত মূলধন বাড়াবে এবি ইনভেস্টমেন্ট

প্রকাশিত: ০৪:২১, ২০ সেপ্টেম্বর ২০১৫

পরিশোধিত মূলধন বাড়াবে এবি ইনভেস্টমেন্ট

এবি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এবি ইনভেস্টমেন্ট লিমিটেড পরিশোধিত মূলধন বাড়াবে। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২১০ কোটি টাকা মূলধন বৃদ্ধি করবে। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মূলধন বাড়ানোর অনুমতিও দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমানে পরিশোধিত মূলধন ২৭ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা। আরও ২৭০ কোটি ১ লাখ ৭ হাজার টাকা বৃদ্ধি হলে সর্বমোট পরিশোধিত মূলধন হবে ২৯৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকা। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২৭ কোটি ১০ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ইস্যু করবে। মূলধন বাড়ানোর জন্য এবি ইনভেস্টমেন্ট তার বিদ্যমান শেয়ারহোল্ডারদের পাশাপাশি নতুন বিনিয়োগকারীদের কাছেও শেয়ার বিক্রি করতে পারবে। তবে এক্ষেত্রে বিএসইসির সংশ্লিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাপোলো ইস্পাতের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাক ৩৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নবেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন করল সিএসই অর্থনৈতিক রিপোর্টার ॥ পঞ্চম পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে শনিবার মেলার লোগোটি উন্মোচন করেন সিএসইর পরিচালক ও মেলা অর্গানাইজিং টিমের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ। মেলার লোগোর পাশাপাশি সিএসইর ২০ বছরপূর্তির লোগোও উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে। এ সময় সিএসইর পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, মোঃ শামসুল ইসলাম এফসিএ, স্টেকহোল্ডার মোঃ শওকত আলী তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিনসহ সিএসইর অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুঁজিবাজার মেলা। স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি- যেমন ব্যাংক, এনবিএফআই, বীমা কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডসমূহ, অন্যান্য সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানি- যেমন বস্ত্রশিল্প, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, প্রকৌশল, চামড়াশিল্প, কাগজ ও মুদ্রণ, জ্বালানি এবং আইসিটি ও টেলিকমিউনিকেশন কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে ইতোমধ্যে স্টল বুকিং করেছে।
×