ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনী শুরু ৩ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৪৩, ২৪ আগস্ট ২০১৫

আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনী শুরু ৩ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩শ’ দেশী-বিদেশী কোম্পানির অংশগ্রহণে আগামী ৩ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ‘১৫তম আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনী’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজক সংস্থা কনফারেন্স এ্যান্ড এ্যাক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস (সেমস) গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম এ তথ্য জানান। মেহেরুন ইসলাম বলেন, এ প্রদর্শনী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ব্যবসায়ী ও সকল দর্শনার্থীরা নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীটি পরিদর্শন করতে পারবেন। প্রতি বিদেশী স্টলের জন্য তিন হাজার ডলার এবং দেশী স্টলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭ হাজার টাকা। তিনি আরও বলেন, প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
×