ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ইউক্যাশের মাধ্যমে

প্রকাশিত: ০৪:১৪, ২ আগস্ট ২০১৫

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ইউক্যাশের মাধ্যমে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি আগামী ১ সেপ্টেম্বর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমেও জমা দেয়া যাবে। ইউক্যাশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্যাশ গ্রাহকগণ নিজস্ব এ্যাকাউন্ট থেকে ভিসা প্রসেসিং ফি জমা দিতে পারবেন। একটি এ্যাকাউন্ট থেকে একাধিক আবেদনের ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমা দেয়া হলে তা কনফারমেশন এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানানো হবে। কোন কারণে গ্রাহক কনফারমেশন এসএমএস না পেলে গ্রাহককে ইউক্যাশ হেল্পলাইন ১৬২৬৮ নম্বরে যোগাযোগ করতে হবে। দেশের ৭টি শাখার মধ্যে যে শাখায় ভিসা আবেদন জমা দেয়া হবে সেই শাখার জন্য ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে কোন অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না। দ্রুতগতির সুপার কম্পিউটার আসছে সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করতে উঠেপড়ে লেগেছে হোয়াইট হাউস। গত বৃহস্পতিবার বারাক ওবামা একটি নির্বাহী নির্দেশ জারি করেন। এতে বলা হয়, সুপার কম্পিউটারের জগতে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করতে চায়। এই সুপার কম্পিউটার চিকিৎসা, জলবায়ু বিজ্ঞান এবং এ্যারোস্পেস নিয়ে গবেষণায় ব্যবহৃত হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটেজিক কম্পিউটিং ইনেশিয়েটিভের অংশ হিসেবে এই সুপার কম্পিউটার তৈরি করবে যুক্তরাষ্ট্র। এটা হবে এক্সাস্কেল সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার তৈরি করার জন্য বারাক ওবামা ১০ বছর সময় বেঁধে দিয়েছেন। এই সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ১০১৮ কার্যসম্পাদন করতে পারবে।- অর্থনৈতিক রিপোর্টার ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই ফেসবুক ব্যবহার করে সারা বিশ্বে যতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করে তাদের অর্ধেকই ফেসবুক ব্যবহার করে। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মানুষের প্রথম পছন্দ ফেসবুক। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের তথ্য মতে, সারা পৃথিবীতে ৩০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। এদের অর্ধেক অর্থাৎ ১৫০ কোটি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের হিসেবে এদের ৬৫ শতাংশ দিনে একবার ফেসবুকে প্রবেশ করে। অন্যদিকে, ফেসবুকের তথ্য অনুযায়ী মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই একেবারেই ফেসবুক ব্যবহার করে না। তবে ফেসবুক দাবি করছে দিনে দিনে তাদের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। গত তিন মাসের তুলনায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৩ শতাংশ বেড়েছে। ফলে ফেসবুক কোম্পানির আয় বেড়েছে ৩৯ শতাংশ। যা অর্থমূল্যে ৪০০ কোটি ডলারের বেশি। - অর্থনৈতিক রিপোর্টার
×