ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঋতুপর্ণা সেনের ‘তদন্ত’

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ জুন ২০১৫

ঋতুপর্ণা সেনের ‘তদন্ত’

সংস্কৃতি ডেস্ক ॥ নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার নতুন এ চলচ্চিত্রের নাম ‘তদন্ত’। ‘তদন্ত’ চলচ্চিত্রটি নির্মাণ করবেন প্রতিভাবান পরিচালক নিতিশ রায়। এ চলচ্চিত্রের বৈশিষ্ট্য হচ্ছে সত্তরের দশকের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিস শেফালিকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে এটি। কারণ সেই সময়ে মিস শেফালির নাম লোকের মুখে মুখে ফিরত। শুধু তাই নয় উত্তম থেকে অমিতাভ-সকলেই ছিলেন তার গুণমুগ্ধ। সেই মিস শেফালির ওপর নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। আর পর্দায় শেফালির চরিত্রে রূপদান করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরতি দাসের মিস শেফালি হয়ে ওঠার কাহিনী নিয়ে এগুবে চলচ্চিত্রের গল্প। এ প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, এই চলচ্চিত্রটি গড়ে উঠবে মিস শেফালির গল্প নিয়ে, যিনি সমাজের নানা শোষণ এবং নিপীড়ন সহ্য করেও নিজের পেশায় বহাল থেকেছিলেন। তার গল্প সব সময়ের মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। তিনি আরও বলেন, এই চলচ্চিত্রে দেখা যাবে একজন সাধারণ নারী কিভাবে মিস শেফালি হয়ে ওঠে। এতে উঠে আসবে তার সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া, প্রতারণা, ভালবাসা সবকিছু। কলকাতার নামী-দামী হোটেল ও রেস্তোঁরায় ক্যাবারে নাচ পরিবেশনার চল থাকলেও বিদেশি কিংবা অ্যাংলো ইন্ডিয়ানরাই কেবল নাচিয়ে হিসেবে কাজ করতেন। আরতি দাসই প্রথম বাঙালী নারী যিনি ক্যাবারে নাচিয়ে হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘদিন ক্যাবারে নাচার পর থিয়েটারে কাজ করতে শুরু করেন মিস শেফালি। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘সীমাবদ্ধ’ এবং ‘প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও কাজ করেছেন আরও বেশকিছু চলচ্চিত্রে।
×