ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বোল্টের জয়

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মে ২০১৫

বোল্টের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ট্র্যাকে নামেন উসাইন বোল্ট। আর মঙ্গলবার অস্ট্রাভার ‘দ্য গোল্ডেন স্পাইক’ ইভেন্টের ২০০ মিটারে সহজ জয় দিয়েই নিজের জাত চেনালেন জ্যামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। সবাইকে পেছনে ফেলে ২০.১৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন তিনি। গত ২১ মাসের মধ্যে ২০০ মিটার ইভেন্টে ২৮ বছর বয়সী বোল্টের এটা দ্বিতীয় জয়। ২০১৩ সালের আগস্ট মাসের পর গত এপ্রিলেও কোর্টে নেমেছিলেন ইতিহাসের দ্রুততম মানব। মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভায় ‘দ্য গোল্ডেন স্পাইক মিট’এ ঝিরিঝিরি বৃষ্টিও আঘাত করেছিল হাজার হাজার সমর্থকদের। কিন্তু সব জয় করেই ট্র্যাকের লড়াইয়ে নামেন প্রতিদ্বন্দ্বীরা। আর সেই লড়াইয়ে শুরুটা ধীরভাবেই করেন উসাইন বোল্ট। কিন্তু তারপরও প্রতিপক্ষকে হটিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান এই গতির দানব। এ জন্য তিনি সময় নিয়েছেন ২০.১৩ সেকেন্ড। আগের মৌসুমের চেয়ে অনেক উন্নতি করেছেন অলিম্পিকে ৬ স্বর্ণপদক জয়ী বোল্ট। গত বছর তিনি দৌড় শেষ করেছিলেন ২০.২০ সেকেন্ডে। গোল্ডেন স্পাইক মিটে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার সিয়াহ ইয়াং। ২০.৩৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। লন্ডন অলিম্পিকে ছয় স্বর্ণপদক জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উসাইন বোল্ট। তার ঝুলিতে রয়েছে আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা। ট্র্যাক এ্যান্ড ফিল্ডের গতির দানব উসাইন বোল্ট বেশ কয়েকবারই বিশ্বরেকর্ড গড়েছেন। কিন্তু ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর চোটও ভুগিয়েছে বোল্টকে। তবে সব সংশয় দূরে ঠেলে দিয়ে ইউরোপের মাটিতে বছরের প্রথম টুর্নামেন্টেই জয় পাওয়ায় দারুণ রোমাঞ্চিত বোল্ট।
×