ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেপালের প্রতি শচীন

প্রকাশিত: ০৬:২০, ৬ মে ২০১৫

নেপালের প্রতি শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ছুঁয়ে গেছে শচীন টেন্ডুলকরের হৃদয়। তার ব্যক্তিগত প্রমীলা ফিজিওথেরাপিস্ট হর্ষদা আরও অনেকের মতো সেখানে গিয়ে আহত হন। এক নেপালী গাইড ও ভারতীয় বিমান বাহিনীর চেষ্টায় প্রাণে বেঁচে যান তিনি। ক্রিকেট ঈশ্বর তার ফেসবুক পেজে লেখেন, ‘গাইড সূরায জীবনের ঝুঁকি নিয়ে হর্ষদাকে বাঁচিয়েছে। ওকে স্যালুট। ধন্যবাদ ভারতীয় বিমান বাহিনীকেও, যারা অনন্ত একটি জীবন হলেও বাঁচাতে সাহায্য করেছে। ঈশ্বর নেপালের মানুষকে শোক কাটিয়ে স্বস্তি ফিরিয়ে দিক।’ ইউসুফের টোটকা স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুরে আজ শুরু হচ্ছে শেষ টেস্ট। ক্রমাগত হার মুহ্যমান পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে টোটকা দিয়েছেন দেশটির সাবেক তারকা মোহাম্মদ ইউসুফ। ‘সেøা উইকেটেও বাংলাদেশী ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার মতো অস্ত্র পাকিস্তানের পেস বোলিংয়ে রয়েছে। তিন স্পিনার খেলানো অবশ্যই নেতিবাচক মানসিকতা। এর থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের হাতে একাধিক বিশ্বমানের পেসার।’ বলেন তিনি। স্পিন নির্ভরতা কমিয়ে ঢাকায় সিরিজ ফয়সালার টেস্টে পেস আক্রমণ নির্ভর এ্যাটাক নিয়ে নামার পরামর্শ দেন সাবেক পাকিস্তান অধিনায়ক। দলের কোচ ওয়াকার ইউনুস একজন গ্রেট পেসার, সুতরাং তিনি বিষয়টা বুঝবেন বলেও মনে করেন ইউসুফ।
×