ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুই মাসে এলসি খোলার পরিমাণ কমেছে

প্রকাশিত: ০৭:০৬, ২৮ মার্চ ২০১৫

দুই মাসে এলসি খোলার পরিমাণ কমেছে

বিডিনিউজ ॥ বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে পরপর দুই মাস পণ্য আমদানিতে ঋণপত্র খোলার (এলসি) পরিমাণ কমেছে। সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডকে এই এলসি খোলার পরিমাণ কমে যাওয়ার অন্যতম কারণ মনে করছেন একজন অর্থনীতিবিদ, যিনি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার দিকেও ইঙ্গিত দেন। গত বছরের শেষ মাস ডিসেম্বরে বিভিন্ন পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে ৩৫০ কোটি (৩ দশমিক ৫ বিলিয়ন) ডলারের এলসি খোলা হয়েছিল। আর চলতি বছরের জানুয়ারি মাসে তা কমে ৩২০ কোটি ডলারে নেমে আসে। ফেব্রুয়ারি মাসে তা আরও কমে ৩০৫ কোটি ডলারে দাঁড়ায়। এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক জায়েদ বখত বলেন, ‘২০১৪ সাল জুড়ে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করায় আমদানিও বাড়ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই হরতাল-অবরোধ ও সহিংসতা শুরু হওয়ায় ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যে এক ধরনের আস্থার অভাব পরিলক্ষিত হয়। যার প্রভাব পড়ছে বিনিয়োগে; কমছে এলসি।’
×