ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লুৎফর হাসানের ‘স্মৃতির চশমা’

প্রকাশিত: ০৬:১৪, ৩১ জানুয়ারি ২০১৫

লুৎফর হাসানের ‘স্মৃতির চশমা’

সংস্কৃতি ডেস্ক ॥ আবারও ভিন্নরকম আমেজ ও আবেগনির্ভর গান গাইলেন এই সময়ের তরুণ কণ্ঠশিল্পী লুৎফর হাসান। শিল্পীর গাওয়া স্মৃতির চশমা শিরোনামের গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, আমার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি ভাল গান। গানটি গাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছি, বার বার কণ্ঠে ভেসে আসে। আমাকে ভীষণ স্পর্শ করেছে গানটি। আসছে ভালবাসা দিবসে গানটি প্রকাশ পাবে। উল্লেখ্য, গানটি টাইটেল গান। এ্যালবামের নাম রাখা হয়েছে ‘স্মৃতির চশমা’। স্মৃতির চশমা এ্যালবামে সজীব দাসের সুরে ও আশিক বন্ধুর কথায় গান গেয়েছেনÑ ঝিলিক, নির্ঝর, অরিন, এমএস রানা, রিয়াজ লিটন, মুকুল জামিল, সোহেল তালুকদার, আনোয়ার আকাশ, মোহাম্মদ শাহ আলম ও কদর। আশিক বন্ধু ও সজীব দাসের সফল এ্যালবাম রোড নাম্বার এক-এর এ্যালবামের দ্বিতীয় প্রজেক্ট ‘স্মৃতির চশমা’।
×