ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২

গরু-খাসির দাম অপরিবর্তিত

মাগুরায় সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা 

প্রকাশিত: ১২:৩২, ২৫ জুন ২০২৫; আপডেট: ১২:৫৩, ২৫ জুন ২০২৫

মাগুরায় সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা 

সোনালি মুরগি

মাগুরায় গরু-খাসির দাম রয়েছে অপরিবর্তিত রয়েছ। কিন্তু সোনালি মুরগির দাম ৪০ টাকা বেড়ে ২৮০ টাকা। 

মাগুরার পুরাতন বাজার হলো মাংসের বাজার হিসেবে পরিচিত। এই মাংসের বাজার ঘুরে মাগুরা প্রতিনিধি গরু, খাসি, মুরগির দাম সম্পর্কে জানান। তিনি বলেন, মাগুরার মাংসের বাজারে ভোর থেকেই মাংস ব্যবসায়ীরা আসেন। তবে ঈদের পর থেকে এই বাজারে গরু ও খাসির ক্রেতা বেশ কম রয়েছে। কিছুদিন আগেও এই বাজারে ৪০ থেকে ৫০ টি খাসি এবং ১৫ থেকে ২০ টি গরু এখানে জবাই করা হতো। কিন্তু বর্তমানে এখানে কমে ৩ থেকে ৪ টি গরু এবং ১০ থেকে ১২ টি খাসি প্রতিদিন জবাই করা হচ্ছে। 

এছাড়াও এর পাশেই রয়েছে মুরগির বাজার। কিন্তু মুরগির বাজারে দাম উঠা-নামা করছে। সোনালি মুরগির দাম বর্তমানে গত সপ্তাহের চেয়ে এক লাফে ৪০ টাকা বেড়ে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। এছাড়া পাতিহাঁস ৫৫০ থেকে বর্তমানে ৫০০ টাকায় পিস বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ৩২০ টাকা করে বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন প্রতিনিধি,  ব্যবসায়ীরা প্রতিনিধিকে জানান, গত কুরবানি ঈদের পর থেকেই গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ক্রেতা কম রয়েছে। যার কারণে মাংসের বাজার দুর্বল হয়ে পড়েছে।  

https://youtu.be/llpC_p6om0A

তাসমিম

×