ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিআরটির ভুল ডিজাইনের সড়কে বাস চাপায় নারী নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ০৯:৩১, ৩০ মার্চ ২০২৪; আপডেট: ০৯:৩৩, ৩০ মার্চ ২০২৪

বিআরটির ভুল ডিজাইনের সড়কে বাস চাপায় নারী নিহত, মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ।

বিআরটির ভুল ডিজাইনের সড়কে শুক্রবার রাত সাড়ে ৯টায় (২৯ মার্চ) টঙ্গীর গাজীপুরায় বাসের চাপায় আবারও এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই দিকে শত শত গাড়ি আটকা পড়লে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

গত এক মাসে ঢাকা টঙ্গী গাজীপুরের বিআরটির এই সড়কে রাস্তা পার হতে গিয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাজীপুরে এই বিআরটির সড়ক নিয়ে গণশুনানিকালে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গাজীপুর সিটির উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিআরটি সড়কের ভুল ডিজাইনের কথা তুলে ধরলে অনুষ্ঠানে গণশুনানির বদলে গণঅসন্তোষে তোপের মুখে পড়েন বিআরটির শীর্ষ কর্মকর্তারা।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিক্ষুব্ধরা কয়েকটি গাড়ি ভাঙচুর এবং প্লাস্টিকের বিভাজক টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। রাত এগারোটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এসআর

×