ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ‘জয়িতা’ সম্মাননা পেলেন পাঁচ নারী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২২:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজশাহীতে ‘জয়িতা’ সম্মাননা পেলেন পাঁচ নারী

জেলা শিল্পকলা একাডেমিতে সম্মাননাপ্রাপ্ত জয়িতা ও অতিথিবৃন্দ

রাজশাহী বিভাগের পাঁচ অদম্য নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় যৌথভাবে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
এবার পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিরাজগঞ্জের ইলা রাণী ঘোষ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর কল্যাণী মিনজি, সফল জননী নারী হিসেবে সিরাজগঞ্জের রেহেনা পারভীন মীরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমী নারী হিসেবে রাজশাহীর সায়েমা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোরের শেফালী খাতুন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদসহ ২৫ হাজার করে টাকা এবং জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত অপর ৩৫ জয়িতার প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদসহ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচারক কেয়া খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

×