ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাহীকে লাল শাড়িতে বরণ করলেন হিন্দু ধর্মাবলম্বীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:৩২, ২৬ ডিসেম্বর ২০২৩

মাহীকে লাল শাড়িতে বরণ করলেন হিন্দু ধর্মাবলম্বীরা

রাজশাহীর হিন্দুপাড়ায় চিত্র নায়িকা ও স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহীকে লাল শাড়িতে বরণ করে নেওয়া হচ্ছে

নায়িকা মাহিয়া মাহী বাড়ির উঠানে। হঠাৎ তাকে এমনভাবে পেয়ে নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না রাজশাহীর বালিয়াঘাট্টা কুমারপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় উলুধ্বনি দিয়ে লাল বেনারসি শাড়িতে জড়িয়ে বরণ করে নেন মাহীকে। সঙ্গে মাহীর স্বামী রকিব সরকারকে ধুতি জড়িয়ে বরণ করেন তারা। এর আগে তাদের গলায় ও হাতে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

সোমবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটি কুমারপাড়ায় এমন ঘটনা ঘটেছে। মাহী রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দুদের ভালোবাসায় সিক্ত হলেন মাহী ও তার স্বামী রকিব। এ সময় ভোট চাইতে গিয়ে মাহী বলেন, আমি আপনাদের মেয়ে মাহিয়া মাহী। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন।

×