
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমন কাটার পর আলু চাষে ব্যস্ত কৃষক
আমন ধান কাটার পর পরই ভালো দাম পাওয়ার আশায় সেই জমিতে আগাম আলুর চাষে ব্যস্ত হয়ে পড়েছেন গোবিন্দগঞ্জের কৃষকরা। চলতি আলু রোপণ মৌসুমে আলুবীজসহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি হলেও আলুচাষে পিছপা হচ্ছেন না তারা। উৎপাদিত আলুর বাজার দর ভালো পাবেন এই আশায় দিনরাত আলুর জমি প্রস্তুত ও বীজ রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন আলুচাষীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এ সব জমির রোপা আমন ধান কাটার পর ফাঁকা হওয়া জমি ফেলে না রেখে আবার শুরু করেছে বিভিন্ন প্রজাতির গোল আলুর আবাদ। এখানকার চাষিরা তাদের জমিতে চলতি মৌসুমে গ্রানুলা, হীরা, খুপরি সিন্দুরী, লালপাকরি, ফাটাপাকরি, সূর্যমুখী, আরিন্দা, রাজা, ডায়মন্ড ও কার্ডিনালসহ নানা জাতের আলু রোপণ করছেন।
কৃষক বাবলু মিয়া বলেন, আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে আলু চাষ শুরু করেছি। বীজ, সারসহ সব কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় আলু চাষের ব্যয় বেড়েছে। তবে বর্তমান বাজার দর অব্যাহত থাকলে উৎপাদিত আলু আবাদ করে বেশ লাভবান হবেন বলেও আশা করেন তিনি।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন, গতবছর এই উপজেলায় আলুচাষের লক্ষ্যমাত্রা পুরণ হয়েছে। চলতি বছরও লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দাম ভালো পাওয়ায় এবার আলু আবাদে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছেন কৃষক। চাষিরা আলু চাষে যাতে কোনো সমস্যা বা চাষিরা কোনোভাবে ক্ষতির শিকার না হন এ জন্য তাদের প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।