
তিস্তায় ধরা পড়া বাঘাইড়
উজানের ঢলে তিস্তা নদীতে ভেসে আসা ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উত্তর ডাউয়াবাড়ি এলাকায় মাছটি শিকার করেন কৃষক মোহসিন আলী। তিনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে। স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি । কৃষক মোহসিন আলীর জমির গর্তে এমনই এক বাঘাইড় মাছ আটকা পড়ে। বাড়ির সবাই মিলে মাছটি ধরেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিতভাবে মাছটি ৭০ হাজার টাকায় কিনে নেন।
জেলের জালে ১৬ কেজি ওজনের পাঙ্গাশ
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী থেকে জানান, কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলে কোরবান আলীর জালে ধরা পড়ল ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার সকালে তিনি মাছটি শিকার করেন। কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স তামান্না ফিশ আড়তে মাছটি নিলামে ১৯ হাজার চারশ’ ৪০ টাকায় বিক্রি করেন। মাছটি কেনেন শাহবুদ্দিন ফরাজী নামের এক মাছ ব্যবসায়ী।