ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

এক ইলিশের দাম ১২ হাজার টাকা!

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৭:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

এক ইলিশের দাম ১২ হাজার টাকা!

ইলিশ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের অগভীর এলাকায় খুটা জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের একটি ইলিশ। 

জেলে ইদ্রিস রবিবার ভোরে মাছটি শিকার করেন। তিনি দুপুরে মাছটি কুয়াকাটা মেয়র বাজারের সামির ফিস আড়তে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় বিক্রি করেন। মাছটি কিনেছেন ব্যবসায়ী বশির গাজী। তিনি আবার তাৎক্ষনিক মাছটি এক হাজার টাকা বেশি দামে বিক্রি করে দেন।

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী জানান, এত বড় মাছ এই বাজারে খুব কম দেখা মেলে তাই নিলাম ডাকে অংশ নিয়ে মাছটি কিনে এক হাজার টাকা লাভে বিক্রি করেছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ পাচ্ছেন খুটা জেলেরা।
 

 

এস

×