
খুনের আসামিদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে চাচার হাতে ভাতিজা আল আমিন মৃধা (৩০) খুনের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার, ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু, সাহ আলম মোল্লা, নিহতের বাবা সানু মৃধা ও নিহতের ভাই ফোরকান মৃধা প্রমুখ। মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়। বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, পলাতক অন্যান্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।