
জলাবদ্ধতার কবলে পড়েছে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
জলাবদ্ধতার কবলে পড়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই বিদ্যালয়ের যৌথ মাঠটি সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
বৃহ¯পতিবার সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে এলাকায় চলছে বৃষ্টিপাত। ওই দুই বিদ্যালয়ের মাঠ নিচু এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটি জলমগ্ন হয়ে আছে।
জলাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখনো কখনো শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের স্কুল ড্রেস। ভিজে যায় বই-খাতা। মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, এই বিদ্যলয়ে এক হাজার ৩৭ জন শিক্ষার্থী রয়েছে। বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ থেকে নিষ্কাশনের পথ না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি। কাকিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ পাল বলেন, স্কুলে ৩৪০ শিক্ষার্থী রয়েছে। বর্ষার সময় মাঠে পানি জমে থাকায় স্কুলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্বয়ের সঙ্গে সমন্বয় করে মাঠ থেকে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।