
অ্যাডভোকেট উম্মুল হায়াত (এপি)
দৈনিক জনকণ্ঠের কক্সবাজার স্টাফ রিপোর্টার এইচএম এরশাদের একমাত্র মেয়ে অ্যাডভোকেট উম্মুল হায়াত (এপি) হাইকোর্ট ডিভিশনের পরীক্ষায় পাস করেছে। বুধবার সাংবাদিককন্যা অ্যাডভোকেট এপি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় কক্সবাজার জেলা প্রেস ক্লাবের নেতারা অভিনন্দন জানিয়েছেন। অ্যাডভোকেট উম্মুল হায়াতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহসভাপতি ফরিদুল আলম শাহীন, অর্থ সম্পাদক জাহেদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল বিবৃতি প্রদান করেছেন।