ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করল জনতা

প্রকাশিত: ১৫:৩৫, ১৪ আগস্ট ২০২৩

জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করল জনতা

ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশ। 

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধায় জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলার’ সদস্য সন্দেহে ১৭ জনকে আটক করেছেন স্থানীয় জনতা। 

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে কয়েকটি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রবিবার বিকেলের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়। আজ সকালে তারা পাঁচটি সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এ সময় সাধারণ জনতা তাদের আটক করে আমার কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত শনিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে সোহেল তানজিমের স্ত্রীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে তিন শিশুও ছিল।

এম হাসান

×