ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা 

সংবর্ধনা পেলেন নিজের টাকায় সড়ক সংস্কার করা ভ্যানচালক

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৩:০৫, ৫ আগস্ট ২০২৩

সংবর্ধনা পেলেন নিজের টাকায় সড়ক সংস্কার করা ভ্যানচালক

সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিচ্ছেন পৌর মেয়র, ছবি: জনকণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজের টাকায় খানাখন্দে ভরা সড়ক সংস্কার করে দেয়া ভ্যানচালক মিস্টার আলীকে সম্মাননা দিয়েছে পৌরসভা। 

শনিবার সকালে নিজ কার্যালয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এর আগে ভ্যানচালক মিস্টার আলীর উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রায় এক যুগ ধরে তিনি নিজের টাকায় সড়কের খানাখন্দ সংস্কার করছেন বলে জানা গেছে।

মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ‘একজন দরিদ্র ভ্যানচালক হয়েও মিস্টার আলী নিজের উপার্জিত টাকা দিয়ে সড়কের খানাখন্দ সংস্কার করে জনসেবা করেছেন দীর্ঘ ১২ বছর। আমরা তার ভালো কাজের জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই।’ 

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, সাবেক মেম্বার ভুলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, দীর্ঘ ১২ বছর ধরে ভ্যান চালানোর টাকা পুরোটা সংসারে খরচ না করে মনাকষা, বিনোদপুর, শ্যামপুর ও দুর্লভপুরসহ বিভিন্ন ইউনিয়নের খানাখন্দে ভরা সড়ক মেরামত করছেন মিস্টার আলী।

তাসমিম

×