ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের আম গেলো সুইডেনে

প্রকাশিত: ১৫:২৭, ২ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের আম গেলো সুইডেনে

আম যাচ্ছে বিদেশে, ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত । এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। সবশেষ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এক মেট্রিক টন গৌড়মতি আম সুইডেনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলাম এ আম রপ্তানি করছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছেন তিনি।রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আম্রপালি, হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন জাতের প্রায় ১০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছি। আজ (মঙ্গলবার) গৌড়মতি পাঠালাম এক মেট্রিক টন। আমার বাগানে আম্রপালি,বারি-৪, ক্ষীরশাপাতি, ফজলিসহ প্রায় ১৮ জাতের আম উৎপাদন হয়। সবগুলোই বিদেশে রপ্তানিযোগ্য।’

তিনি আরও বলেন, ‘এখানে প্রায় ৮০০ বিঘা জমি লিজ নিয়ে আমি আমের বাগান গড়ে তুলেছি। আমার বাগানে প্রতিদিন ৬০-৭০ জন শ্রমিক কাজ করেন। এতে তাদেরও কর্মসংস্থান হয়েছে।’

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, রফিকুলকে আমরা সবধরনের সহযোগিতা করছি। এর আগেও তিনি অনেকবার বিদেশে আম পাঠিয়েছেন। এছাড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় আমবাগান রফিকুলের। সম্প্রতি কৃষিমন্ত্রীও তার বাগান পরিদর্শন করেছেন।

টিএস

×