
ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্মাণ করা গ্রামীণ সড়ক
‘আমার গ্রাম আমার শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন এখন প্রায় সফল। শহরের প্রায় সকল সুবিধা পৌঁছে গেছে গ্রামে। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হয়েছে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি সর্বত্র পৌঁছে গেছে।
জনকণ্ঠের অনুসন্ধানে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এমন চিত্রই দেখা গেছে।
এ উপজেলার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, কর্মসংস্থান, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নসহ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভাসহ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে উপজেলার রাওনা ইউনিয়নে ২৯২ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৪৪৭ টাকা, পাঁচবাগ ইউনিয়নে ২৯২ কোটি ৩১ লাখ ৪০ হাজার ১০ টাকা, গফরগাঁও ইউনিয়নে ৪০ কোটি ৭০ লাখ ৯২ হাজার ২৫৩, পাইথল ইউনিয়নে ৪০ কোটি ১১ লাখ ৩৪ হাজার ৯৬৬, দত্তের বাজার ইউনিয়নে ৪০ কোটি ৮ লাখ ৩০ হাজার ২৮২টাকার উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলার প্রায় সব সেক্টরেই ব্যাপক উন্নয়নের জোয়ার বইছে। গফরগাঁও উপজেলার মধ্যে সবদিক বিবেচনা করে প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে।
যেখানে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন শতভাগ বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন গফরগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এক সময়ের অবহেলিত চরআলগী, নিগুয়ারী, পাইথল, টাঙ্গাব, দত্তের বাজারসহ গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নের অতীত চিত্র পাল্টে গেছে। সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর। এ ঘোষণার পর থেকেই এমপি ফাহমী গোলন্দাজ তার নির্বাচনী এলাকার অসম্পন্ন কাজগুলো দ্রুতগতিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে সম্পন্ন করান।
এ ছাড়া বিগত কয়েক বছরে গফরগাঁও-টোক সড়ক, গফরগাঁও-ময়মনসিংহ সড়ক, গফরগাঁও-ভালুকা সড়ক, ভালুকা-গফরগাঁও-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ প্রায় ১৫ শ’ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকাকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের আপ্রাণ চেষ্টায় বানার নদীর ওপর সেতু নির্মাণের ফলে গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ সুগম হয়েছে। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগসহ হাজার কোটি টাকার অধিক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।