ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ী সড়ক খানাখন্দে ভরা

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:২৭, ২৩ জুন ২০২৩

ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ী সড়ক খানাখন্দে ভরা

সোহাগী বাজারের সামনের সড়ক গর্ত হয়ে পানি জমেছে

ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ী সড়কের সিংহভাগ নির্মাণ কাজ সম্পন্ন হলেও এর পুরোপুরি সুফল পাচ্ছেন না স্থানীয় জনগণ। নগদ টাকা ছাড়া জমি ছাড়তে নারাজ কিছু ভূমি মালিক। তাই সড়কের কিছু কিছু অংশের কাজ থমকে আছে অধিগ্রহণ জটিলতায়। আর দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণ কাজ বন্ধ থাকায় ওই অংশগুলোতে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এমন বেহাল অবস্থায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, প্রায় পুরো সড়কটি ঝকঝকে, চকচকে হলেও সোহাগী উচ্চ বিদ্যালয় অ্যান্ড  কলেজের সামনে সড়কটিতে বিশাল বিশাল গর্তে এখন হাঁটুপানি। সাধারণ যানবাহন নিয়ে চলাচল করতে চালকরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। কাদা-পানির মধ্যে যানবাহন উল্টে গিয়ে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চালক, যাত্রী, পথচারীসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও পড়েছে বিপাকে। রাস্তার পাশের দোকানগুলোতে কাদা-পানির জন্য ক্রেতা আসছে না বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। অপরদিকে সড়কটির ঈশ্বরগঞ্জ  পৌর এলাকার কিছু অংশেও দেখা যায় এমন চিত্র।

সওজের উপসহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক জানান, আশা করছি মাসের মধ্যেই অধিগ্রহণ জটিলতার অবসান হবে। আর খানাখন্দের অংশটুকু দ্রুত চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি।

×