ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিয়ের দিন পালালো বর, কনের বিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ১৭:৫১, ১৩ জুন ২০২৩

বিয়ের দিন পালালো বর, কনের বিয়ে দিল পুলিশ

বর ও কনের বিয়ে। 

৫ বছর প্রেমের সম্পর্কে বর ও কনের মধ্যে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। প্রস্তুতি নেওয়া হয় সব ধরনের। কিন্তু ঠিক বিয়ের আগে নিখোঁজ হয়ে গেলেন বর। 

বর নিখোঁজের ঘটনায় নান্দাইল থানায় ধর্ষণের অভিযোগ করেন কনে। অভিযোগে জুবায়ের ও মা-বাবাসহ আরও ৬ জনকে অভিযুক্ত করা হয়।

এরপর পুলিশ দুই পক্ষকে এক করে বিয়ের ব্যবস্থা করে। সোমবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের নজরুল ইসলামের ছেলে জুবায়ের আহমেদের (২৩) সঙ্গে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল কনের (২২)। বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে গত ১০ জুন বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এ উপলক্ষে কনেপক্ষ ৪০০ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করে।’ 

তিনি বলেন, ‘বিয়ের দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বর বিয়ে করতে আসেননি। পরে বরের মা কনের বাড়িতে খবর নিয়ে আসেন ছেলে নিখোঁজ। তাই বরপক্ষ আসতে পারেনি।’

ওসি বলেন, ‘অভিযোগের পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে একসঙ্গে বসিয়ে বিষয়টি মীমাংসা করে। সোমবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। পরে ওই দিন মধ্যরাতে পুলিশের সহায়তায় বিয়ে সম্পন্ন হয়।’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার