ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রায়গঞ্জে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ 

প্রকাশিত: ১৯:৩৮, ৭ জুন ২০২৩; আপডেট: ১৯:৪১, ৭ জুন ২০২৩

রায়গঞ্জে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-গাছপালা

ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছপালা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপর দিয়ে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  ভেঙ্গে পড়েছে গাছপালা ও কাঁচা বাড়িঘর। উপরে গেছে বিদ্যুতের খুটি এবং ছিড়ে গেছে বৈদ্যুতিক তার। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সাথে হয়েছে বৃষ্টি । ঝড়ে ধানগড়া, চান্দাইকোনা, ধামাইনগর এবং ব্রম্মগাছা ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ ক্ষতির শিকার হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে প্রচন্ড তাপদাহের মধ্যেই উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। 

উপজেলার বেতুয়া গ্রামের চা বিক্রেতা রেজাউল জানায়, সপ্তাহব্যাপী তীব্র তাপদাহ চলছে। হঠাৎ করে বুধবার  (৭জুন) বিকেল তিনটার দিকে ঝড় উঠে। মুহুর্তের মধ্যে গাছপালা দোকান পাট ও বাড়িঘর লন্ডভন্ড হয়ে পড়ে। চান্দাইকোনা বাজারের মোঃ শাহীন মিয়া জানায়,ঝড়ে গাছপালা ভেঙ্গে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। বিদ্যুৎ নেই । কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে তা বলা যাচ্ছেনা। রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠান বলেন,ঝড়ে তার পৌরসভায় অনেক ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ভেঙ্গে গেছে। বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় অনেকে খোলা আকাশের নীচে বসবাস করছে। 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ ১ এর ভুইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম মীর মোঃ মনিরুজ্জামান বলেন, বেশ কয়েটি বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে। এছাড়া অসংখ্য স্থানে তার ছিড়ে গেছে। লাইনম্যানেরা কাজ করছে। তবে বিদ্যুৎ সরবরাহ করতে অনেকটাই সময় লাগবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন,ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে।  তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

এমএস

×