
ব্রিজ। ফাইল ফটো
সিরাজগঞ্জের রায়গঞ্জে চকনুর-কুটারগাতি সড়কের চকনুর খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে দীর্ঘদিন যাবৎ। রেলিং ছাড়া ব্রিজে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, ব্রিজের রেলি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা।
উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মহালম জানান,চকনুর-কুটারগাতী রাস্তার চকুনর খালের উপর বিগত ৮৮ সালের বন্যার পরে স্থানীয়র সরকার বিভাগের পক্ষ থেকে একটি ব্রিজ নির্মাণ করে। এই রাস্তার সঙ্গেই রয়েছে চকুনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চকনুর হাফেজিয়া মাদ্রাসা।
ব্রিজ নির্মাণের কারণে চকনুর ,কুটারগাতী, জানকিগাতি, কালিয়াবিল, ব্রাম্মনভাগ,গোদগাতী ও ভাতহারিয়া গ্রামের ১০হাজার মানুষ চলাচল উপযোগি হয়। সুফল পেতে থাকে এলাকার মানুষ। দীর্ঘদিনে ব্রিজটি এখন ঝুকিপূর্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে বিজ্রের দুই পাশের রেলিং ভেঙে পড়েছে। বর্তমানে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কুটারগাতী গ্রামের ভ্যানচালক আব্দুস সালাম জানান, ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে অপরদিকে রেলিং ভেঙ্গে পড়েছে। ভ্যান নিয়ে চলাচল করা খুব ঝুকিপৃর্ন হয়ে পড়েছে। একই গ্রামের মোজাম্মেল হোসেন বলেন,জরুরি কাজে চকুনর ব্রিজ হয়ে উপজেলা অথবা জেলা শহরে যেতে হয়। কিন্ত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক পথ ঘুড়ে যেতে হচ্ছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নান্নু বলেন,ঝুঁকিপূর্ণ ব্রিজের বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো.আব্দুল লতিফ বলেন, সম্যসাটি তার জানা নেই। তবে দু এক দিনের মধ্যেই সরেজমিন পরিদর্শন করে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর