ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি শহরে পালিত হচ্ছে ৩২ ঘণ্টার হরতাল 

প্রকাশিত: ১০:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২২

রাঙামাটি শহরে পালিত হচ্ছে ৩২ ঘণ্টার হরতাল 

হরতালে ফাঁকা রয়েছে সড়ক

রাঙামাটি পালিত হচ্ছে ৩২ ঘণ্টার হরতাল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত।

হরতালের কারণে, রাঙামাটি শহরে যাত্রী ও পণ্যবাহী সকল যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটির সঙ্গে দূরপাল্লার যান চলাচল এবং উপজেলাগুলোর সঙ্গে সড়ক ও নৌ যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য এ হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। 

গতকাল সোমবার বিকালে হরতাল পালনের জন্য শহরে মাইকিং করা হয়েছে। ওইদিন সংগঠনের পক্ষ থেকে রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হরতাল কর্মসূচীর ঘোষণা দেন পার্বত্য
চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
 

এমএইচ

×