ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কক্সবাজারের কাছে নতুন পর্যটন স্পট টুয়াক নীলাদ্রী লেক এন্ড রিসোর্ট

প্রকাশিত: ১৪:০৪, ১৫ মে ২০২২

কক্সবাজারের কাছে নতুন পর্যটন স্পট টুয়াক নীলাদ্রী লেক এন্ড রিসোর্ট

অনলাইন ডেস্ক ॥ স্বচ্ছ পানির মধ্যে ছোট ছোট পাহাড় যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শান্ত, নিরিবিলি, গাছপালা আর পাখির কিচিরমিচিরে মনোরম এক প্রাকৃতিক সৌর্ন্দয্য চারপাশে ছড়িয়ে আছে। নতুন তৈরী হওয়া টুয়াক নিলাদ্রী লেক এন্ড রিসোর্ট প্রাকৃতিক সৌর্ন্দয্যের এমনই দৃশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। টুয়াক নীলাদ্রি লেকটি বান্দরবান জেলার নাইক্ষৎছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা পর্যটনগ্রামে অবস্থিত। তবে এটি বান্দরবান জেলায় পড়লেও কক্সবাজার থেকে খুব কাছে এবং যাতাযাতের সহজ পথ। ঈদগাঁও থেকে ১৬ কিলোমিটার ভিতরে অবস্থিত এ বিনোদন কেন্দ্রে যেতে ছোট ছোট পাহাড় আর গাছপালা ভ্রমণ প্রিয়সীদের স্বাগত জানাবে।বিনোদন হিসেবে এতে আরও যোগ হয়েছে লেকের মধ্যে ছোট ছোট নৌকা। এতে চড়ে লেকে ঘুরে পাহাড় আর লেকের মিতালী দেখা যাবে। জানা যায়, ব্যক্তি মালিকানাধীন জায়গায় প্রশাসন এবং পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার(টুয়াক) এটি নির্মাণ করছে।এখানে নামাজ পড়ার জায়গা, রেষ্টুরেন্ট এবং রাতে থাকার রিসোর্টের কাজ চলমান রয়েছে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার(টুয়াক) এর সাধারণ সম্পাদক এ কে এম মুনিবুর রহমান টিটু জানান, নতুন পর্যটন স্পট টুয়াক নিলাদ্রী লেক এন্ড রিসোর্ট কক্সবাজারের পর্যটনে নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা এই পর্যটন স্পটটিকে আরও পর্যটনবান্ধব করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা কক্সবাজার থেকে একদিনের ট্যুরের আয়োজন করছি। যেকেউ চাইলে আমাদের নিজস্ব বাহনে এখানে ঘুরার ব্যবস্থা করছি। মুনিবুর রহমান টিটু আরও বলেন, অতি শীগ্রই আমরা এই পর্যটনকেন্দ্রে রাত্রিযাপনের ব্যবস্থা করবো। আমাদের কাজ চলমান আছে। আমরা এখানে সবার সহযোগিতা পাচ্ছি। তবে এখানে নিরাপত্তার জন্য একটি ফাঁড়ি থানা হলে আরও ভালো হয়। এখানে আমরা বিনোদনের সব ব্যবস্থা করছি যেন ভ্রমণ প্রিয়সীরা আরও ভালোভাবে এখানে ভ্রমণ করতে পারে। তিনি বলেন, যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা একদিনের ভ্রমণে টুয়াক নিলাদ্রী লেক এন্ড রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ভালো লাগবেই। তাছাড়া কক্সবাজার থেকে খুবই কাছের রাস্তা এটি।
×