ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৭:৫৪, ১০ জুলাই ২০২০

দিনাজপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় শিবলাল হাসদা (৫০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ইটভাঁটি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর-ভাদুরিয়া সড়কের দু-মাইল নামক স্থানে ইটভাঁটিতে কাজ করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটিও। নিহত শিবলাল হাসদা ওই এলাকার খয়েরগুনি কাঁঠালপাড়া সুবল হাসদার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ভাদুরিয়া থেকে নবাবগঞ্জের দিকে একটি খালি ট্রাক যাচ্ছিল। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের পূর্বপাশে দু’মাইলে ইটভাঁটিতে কাজ করতে যাওয়ার জন্য পাকা রাস্তা পার হচ্ছিলেন শিবলাল হাসদা। এ সময় তিনি ট্রাকের সামনে পড়ে যান এবং ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করেন। পুলিশ গিয়ে লাশ, ট্রাকের চালক ও হেলপারকে থানায় নিয়ে যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান জানান, সড়ক দুর্ঘটনায় শিবলাল হাসদা নামে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় ট্রাকের চালক মোকলেসুর রহমান ও হেলপার মোস্তাফিজার রহমানসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
×