ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ০৮:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি একজন করে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপনির্বাচনে রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট তারা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ উপনির্বাচনে রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাসক আবদুর রাজ্জাক, সাংগঠণিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান খান, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। এরপর জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দলের নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। কেশবপুরে উপনির্বাচনে রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
×