ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ডে ৯ ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৫৩, ২২ জানুয়ারি ২০১৯

সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ডে ৯ ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোকান ঘর ও বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি ৯টি দোকান ও ২টি বসত বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। আগুনের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষতিগ্রস্থরা প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি দাবি করেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ১০ লাখ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, ভোররাত সাড়ে ৩টায় আকস্মিকভাবে দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় টিনের তৈরি দোকান ঘর ও বসতবাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মালামালসহ চা-বিস্কুট, কনফেকশনারী, ডেকোরেটর ও ফার্নিচারসহ ৯টি দোকান পুড়ে গেছে। এছাড়াও ২টি বসতঘরের ৮টি কক্ষ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে তাদের ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও দোকান মালিকরা জানান, ভোররাতে হঠাৎ করে বসত বাড়িতে ও দোকানে আগুন লাগায় কোন মতে জীবন নিয়ে সবাই বাইরে বের হয়ে এসেছে। ফলে আসবাবপত্র ও মালামালসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, রাস্তার প্রশস্ত কম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে অনেক সমস্যা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হবে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (জোন-২) মামুনুর রশিদ জানান, আগুনে বিভিন্ন ধরণের ৯টি দোকান ও ২টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
×