ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিনয় ছেড়ে দিয়ে নতুন পেশায় শাহরুখ খান?

প্রকাশিত: ১৭:২১, ২৯ এপ্রিল ২০২৪

অভিনয় ছেড়ে দিয়ে নতুন পেশায় শাহরুখ খান?

কলকাতার অনুশীলনে ব্যস্ত নায়ক

গত শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৬১ রান করেও হেরেছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবে এমন হারে মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে গেছে দলটি। তবে বাজে সময়ে মালিকপক্ষের পূর্ণ সমর্থন পাচ্ছে কলকাতা।

আজ সোমবার ইডেন গার্ডেনসে আবারও খেলতে নামবে শ্রেয়াস আইয়াররা। প্রতিপক্ষ সর্বশেষ দুই ম্যাচে জয় পাওয়া দিল্লি ক্যাপিটালস।

গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে রুটিনমতো গতকাল অনুশীলনে ঘাম ঝরিয়েছেন কলকাতার খেলোয়াড়রা। এর মধ্যেই অনুশীলন চলাকালে হঠাৎ ছেলে আব্রামকে নিয়ে ইডেনে হাজির হন দলটির মালিক পক্ষের অন্যতম সদস্য বলিউড অভিনেতা শাহরুখ খান।

কেবল দূরে দাঁড়িয়ে আইয়ার-সুনীল নারাইন-মিচেল স্টার্কদের অনুশীলন দেখেননি, বরং খেলোয়াড়দের মনোবল বাড়াতে নিজেই নেমে পড়েছেন খেলতে। পাশাপাশি ছেলে আব্রামকে এমনভাবে ব্যাটিং-বোলিংয়ের কৌশল শেখাচ্ছিলেন, যেন তিনি পুরোদস্তুর কোচ!

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, গতকাল সন্ধ্যায় কলকাতার খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে কখনো বোলার, কখনো ব্যাটসম্যান, আবার কখনো কোচের ভূমিকায় আবির্ভূত হন শাহরুখ খান। ব্যাটসম্যান হিসেবে রিংকু সিংয়ের বলে দারুণ সব শট খেলে বাকি খেলোয়াড়দের চমকে দিয়েছেন। জানান দিয়েছেন, ব্যাটিংটাও তিনি কম জানেন না!

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে, ছেলে আব্রাম কয়েকদিন ধরেই ক্রিকেট খেলার আবদার করছিলেন শাহরুখের কাছে। সন্তানের ইচ্ছেপূরণ করতেই এমন অভিনবপন্থার আশ্রয় নেন বলিউডের কিং খান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আব্রামকে অনুশীলনে ক্রিকেটের কৌশল হাতে-কলমে বুঝিয়ে দেন শাহরুখ। সে সময় আব্রামকে উদ্দেশ্য করে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছ না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা কর, বুঝলে?’

আব্রামকে কেবল ফিল্ডিং শিখিয়েছেন, এমন নয়। ব্যাটিং শেখানোর কৌশলও বলে দিয়েছেন এভাবে, ‘দেখ, এটাকে বলে ফ্রন্ট ফুট ডিফেন্স। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখ! তুমিও চেষ্টা কর, পারবে।’

সাময়িক সময়ের জন্য কোচ বনে যাওয়া শাহরুখ মজাও করেছেন আব্রামের সঙ্গে। ব্যাটিংয়ের সময় আব্রামের মাথায় বল লাগলে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আরে, বল লাগল নাকি মাথায়? দেখি, দেখি। বলো দেখি আব্রাম, ক’টা আঙুল তোমার সামনে? একটা? নাকি দু’টো?’

বাবা শাহরুখের কোচিং থেকে অনুপ্রাণিত হয়ে বোলিংয়ে নেমে পড়েন আব্রাম। যার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায়, রিংকু সিংকে বল করছেন আব্রাম। এর মধ্যে একটা দুর্দান্ত ওয়াইড ইয়র্কার করে বসেন আব্রাম। যা দেখে রীতিমতো চমকে যান রিংকু সিংও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রামের এ ভিডিও দেখে মজা করতে ভোলেননি কলকাতার সমর্থকেরা। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, ‘আব্রাম থাকতে স্টার্ককে কী দরকার!’ চলতি আইপিএলে যেভাবে বাজে সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার, তাতে এমন ব্যঙ্গ অমূলক নয়।

 

এবি

×