ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারী ভাইস চেয়ারম্যান সহ জামাতের শীর্ষ ৫ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৯:৩০, ১৮ আগস্ট ২০১৮

নীলফামারী ভাইস চেয়ারম্যান সহ জামাতের শীর্ষ ৫ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নাশকতা পরিকল্পনার বৈঠক হতে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ শীর্ষ ৫ জামাত নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছে সরকার বিরোধী প্রচারপত্র ও জিহাদীর বিপুল পরিমান বই উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ডিমলা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান জামাতের রোকন মজিবর রহমান(৪২), উপজেলা জামাতের আমির মহিউর রহমান(৪৮), উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের জামাতের আমির আবুল বাশার মোঃ সামছুল হক(৫২) ও বালাপাড়া ইউনিয়নের জামাতের আমির জয়নুল আবেদীন (৬৫) ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিনখড়িবাড়ি গ্রামের সক্রিয় রোকন আলতাফ হোসেন(৩৮)। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হবে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্বিতে উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে উপজেলা জামাতের আমির মহিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে জামাতের নেতাকর্মীরা নাশকতা পরিচালনার জন্য গোপন বৈঠক করছিল। এ সময় অভিযান চালালে ১০/১২ জন পালিয়ে গেলেও উক্ত ৫জন কে গ্রেফতার করা হয়। এদের বিরোধী সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
×