ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উন্নয়ন কর্মকান্ডের সাথে জণগনকে জড়িত করাই মেলার আয়োজন ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ১১ জানুয়ারি ২০১৮

উন্নয়ন কর্মকান্ডের সাথে জণগনকে জড়িত করাই মেলার আয়োজন  ॥  শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জণগনকে জড়িত করার জন্যই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। বিগত ৯ বছরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষের অর্থনৈকিত সমৃদ্ধি আনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন সাধন করে মানুষের ক্রয় ক্ষমতাকে শুসংহত করছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকলে এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে। এজন্য আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকেই সমর্থন এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এই অনুষ্ঠানে বাংলাদেশর সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বেগম কামরুন্নাহার আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: হামিদুল হকের সভাপতিতে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ বিষয় আলোচনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার অতিথি ছিলেন। এবছরের উন্নয়ন মেলায় বিশাল কলবরে ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেছে। স্টেডিয়াম ঘিরে ১০০টি ষ্টলে ৭৬টি প্রতিষ্ঠান তাদের উন্নয়ন কার্যক্রমের উপস্থাপনা প্রদর্শন করেছে। এছাড়াও মেলায় রয়েছে, ৩দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান।
×