ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের অগ্রণী ভূমিকায় আবারও ক্ষমতায় আসবে আ. লীগ: সোহাগ

প্রকাশিত: ০২:১৬, ১১ নভেম্বর ২০১৭

ছাত্রলীগের অগ্রণী ভূমিকায় আবারও ক্ষমতায় আসবে আ. লীগ: সোহাগ

জনকণ্ঠ রিপোর্ট ॥ জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে সারাদেশে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা শুরু করা হয়েছে। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন-কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এ কার্যক্রম আরও বেগবান করা হবে। দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে ছাত্রলীগ হবে উন্নয়নের সারথি। আজ শনিবার বান্দরবানের লামা উপজেলা ও পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে এ কথা বলেন তিনি। স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ধোধন করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল। সাইফুর রহমান সোহাগ বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ হচ্ছে জাতির জাতির পিতার হাতে গড়া জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন। ছাত্রলীগ হচ্ছে সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে এগিয়ে চলেছে ছাত্রলীগ। ছাত্রলীগ হচ্ছে মেধাবী ও ত্যাগীদের সংগঠন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যূত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ছাত্রলীগের অগ্রণী ভূমিকায় আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও বাংলার প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশ বিশ্ব দরবারে আরও মাথা উচ করে দাঁড়াবে। উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু ক্য শৈ হ্লা, সহসভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন বাহাদুর প্রমূখ।
×