ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুর সীমান্ত দিয়ে ৬ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশিত: ১৯:০২, ২৫ অক্টোবর ২০১৭

মেহেরপুর সীমান্ত দিয়ে ৬ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে একই পরিবারের ৪ সন্তানসহ ৬ রোহিঙ্গা সদস্যকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তাদের ভারতীয় সীমান্তের গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার থেকে রহিঙ্গা পরিবারটিকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নেয়। আটককৃতরা বর্তমানে মুজিবনগর থানা হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, ভোর রাতে আটককৃত রহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ভারতের পাঞ্জাবে শহরে চলে যায়। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি যোগে সীমান্তে নিয়ে আসে। ভোর রাতে বিএসএফ গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পুশ ইনেরর বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতে থাকা রোহিঙ্গাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করবেন ।
×