ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনায় গ্রেফতার ১১

প্রকাশিত: ০০:২০, ১৯ মে ২০১৭

ঈশ্বরদীতে বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনায় গ্রেফতার ১১

ষ্টাফ রির্পোটার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী শহরে ২টি বাড়ি ও ৩টি দোকান ভাংচুরের ঘটনায় ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। তমাল শরিফ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপি এর পুত্র। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এই অভিযানের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মন্ত্রীর শহরের বাড়ি থেকে তমালকে গ্রেফতার করা হয়। পাবনার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাজিব সরকারের বাড়িতে পুলিশ যেয়ে তাকে পায়নি। গ্রেফতারকৃতদের রাতেই পাবনায় নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন; উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরিফ তমাল, যুবলীগকর্মী রূপক, জাহাঙ্গীর, জাফর ইকবাল, রনি, প্রিন্স ইসলাম, মাহবুব ইসলাম, সাবিরুল, মেহেদী হাসান, সামসুল ও মাসুম। এদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
×